City Today News

৩২তম বার্ষিকী কালীপূজা: আসানসোলের আর্য সংঘে মহাসমারোহে উদযাপন

প্রতি বছরের ন্যায় এই বছরেও আসানসোলের হ্যাটন রোডের আর্য সরণি লেনে অবস্থিত আর্য সংঘ কালীপূজা কমিটি তাদের ৩২তম বার্ষিকী উপলক্ষে কালীপূজার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে।

৩০ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে এই পূজার উদ্বোধনী অনুষ্ঠান। প্রতিবছরই এই পুজোতে আসানসোলের অনেক গণ্য মান্য ব্যক্তি উপস্থিত থেকে এই কালীপুজোর আয়োজনকে অনেক বেশি সমৃদ্ধ করেন।

617aaef0 8f02 4ad5 890c cc76f5f3367b


এই পূজা কমিটির অন্যতম লক্ষ্য স্থানীয় সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করা এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একতাবদ্ধতা তৈরি করা। তাছাড়া, কালীপূজার সাথে দীপাবলির আনন্দও উদযাপিত হবে। প্রতি বছরই এই পূজা কমিটি খুব সুন্দর পরিবেশে কালীপুজোর আয়োজন করেন, সেখানে ঐতিহ্যের সাথে আধুনিকতার সুন্দর মেলবন্ধন দেখা যায়।


কালীপূজার এই বিশেষ আয়োজনে অংশ নিতে পরিবারের সকল সদস্য ও বন্ধু-বান্ধবদের সাথে আসার জন্য সকলকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

City Today News

ghanty
monika and rishi

Leave a comment