আসানসোলের হীরাপুর থানা এলাকায় রেললাইনের ধারে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়—তার নাম ধর্ম বাউরি। তিনি পুরুলিয়ার শ্যেওড়া গ্রামের বাসিন্দা হলেও গত দুই বছর ধরে তিনি ধরমপুরে শ্বশুরবাড়িতে স্ত্রী, কন্যা এবং শাশুড়ির সঙ্গে থাকছিলেন। এই তথ্য জানিয়েছেন তার ভাই বিকাশ বাউরি।
স্থানীয় সূত্রে খবর, মৃতদেহটি প্রথমে দেখতে পান রেলপথের কয়েকজন শ্রমিক। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
তবে এখনও পর্যন্ত মৃতের পরিবারের সঙ্গে পুলিশের কোনো কথা হয়নি। ফলে তার পরিবারের সদস্যরা বুঝতে পারছেন না ধর্ম বাউরির মৃত্যুর আসল কারণ কী। পরিবারের দাবি, তার সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। পুলিশ তদন্ত শুরু করেছে এবং মৃতের মৃত্যুর কারণ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।
ধর্ম বাউরির এই রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় মানুষ দাবি করেছেন, ঘটনাটি সঠিকভাবে তদন্ত করা হোক এবং সত্য সামনে আসুক।