আসানসোল : আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল গ্রামগঞ্জে শিক্ষার আলো ছড়াতে অভিনব এক পদক্ষেপ নিয়েছেন। দক্ষিণ বিধানসভার ৯৪ নম্বর ওয়ার্ড তালকুড়ি গ্রামে তার উদ্যোগে চালু হয়েছে “এক টাকার পাঠশালা”। এই উদ্যোগের মাধ্যমে গ্রামের পিছিয়ে পড়া শিশু ও মহিলাদের শিক্ষার সুযোগ দেওয়া হচ্ছে।
এক টাকার পাঠশালার বিশেষত্ব:
- সরকারি স্কুলে পড়ার পাশাপাশি শিশুদের বাড়িতে বাড়তি টিউশনের সুবিধা দিতে এই পাঠশালা চালু করা হয়েছে।
- পাঠশালার সূচনায় ৬০ জন ছাত্র-ছাত্রী নাম নথিভুক্ত করেছে।
- শুধু শিশু নয়, গ্রামের পিছিয়ে পড়া মহিলাদেরও এখানে শিক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
- পাঠশালাটি পরিচালনা করছে অগ্নিমিত্রা পালের বাবার স্বেচ্ছাসেবী সংস্থা “দোসর”।
আরও একটি পাঠশালার উদ্বোধন:
এখানেই শেষ নয়। দক্ষিণ বিধানসভার কালাঝরিয়া গ্রামেও আরেকটি এক টাকার পাঠশালা খোলা হয়েছে। বিধায়ক অগ্নিমিত্রা পাল ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন।
গ্রামের মানুষের প্রতিক্রিয়া:
গ্রামের মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, এই ধরনের প্রকল্প শিক্ষার প্রসারে একটি নতুন দিশা দেখাবে। বিশেষ করে মহিলাদের শিক্ষিত করার উদ্যোগ গ্রামাঞ্চলে নতুন সুযোগ তৈরি করবে।