কুলটি বোরো কার্যালয়ে আশা কর্মীদের অবস্থান-বিক্ষোভ

single balaji

কুলটি | আসানসোল:
বিভিন্ন দাবিকে সামনে রেখে দীর্ঘদিন ধরেই আন্দোলনে নেমেছেন আসানসোল পৌর নিগমের অধীন আশা কর্মীরা। গত ২৩ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছিলেন তাঁরা, যা নতুন বছরেও অব্যাহত রয়েছে। এই আন্দোলনের অংশ হিসেবেই আজ, দুপুর ১২টা থেকে আসানসোল পৌর নিগমের কুলটি বোরো কার্যালয়ের মুখ্য গেটে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন আশা কর্মীরা।

এই কর্মসূচিতে কুলটি ও আশপাশের এলাকার বহু আশা কর্মী অংশগ্রহণ করেন। তাঁরা ব্যানার-প্ল্যাকার্ড হাতে নিয়ে নিজেদের ন্যায্য দাবির সমর্থনে জোরালো স্লোগান দেন এবং শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ চালান। আন্দোলনরত আশা কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা বিভিন্ন সমস্যার কথা প্রশাসনের কাছে তুলে ধরলেও এখনও পর্যন্ত কোনও স্থায়ী সমাধান মেলেনি।

আশা কর্মীরা স্পষ্ট জানিয়েছেন,
যতক্ষণ না প্রশাসন আমাদের দাবি মেনে নিচ্ছে, ততক্ষণ আমাদের আন্দোলন ও কর্মবিরতি চলবে।

তাঁদের দাবির মধ্যে রয়েছে সম্মানজনক পারিশ্রমিক, নিয়মিত ভাতা বৃদ্ধি, কাজের নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা। আশা কর্মীদের আন্দোলনের জেরে স্বাস্থ্য পরিষেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ বাড়ছে। তবে আন্দোলনকারীদের বক্তব্য, বাধ্য হয়েই তাঁরা এই পথে নেমেছেন।

এই অবস্থান বিক্ষোভ ঘিরে কুলটি বোরো কার্যালয় চত্বরে ছিল নজরদারি। এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও লিখিত আশ্বাস দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

ghanty

Leave a comment