রানীগঞ্জ: এক ভয়ঙ্কর দৃশ্য দেখে আতঙ্কে শিউরে উঠল পথচারীরা! কুকুরের মুখে করে নিয়ে যাওয়া একটি সদ্যোজাত শিশুকন্যাকে দেখে চিৎকার করে ওঠেন স্থানীয়রা। তৎক্ষণাৎ কুকুরটিকে তাড়া করলে সে রাস্তার উপর শিশুটিকে ফেলে পালিয়ে যায়। দৌড়ে গিয়ে দেখা যায়—শিশুকন্যাটি নিথর, প্রাণহীন।
ঘটনাটি ঘটেছে বুধবার রানীগঞ্জের স্কুল মোড় সংলগ্ন রাজপাড়া যাওয়ার রাস্তায়। পথচারীরা এমন বিভীষিকাময় দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়েন। কে বা কারা সদ্যোজাত শিশুকন্যাটিকে ফেলে দিয়েছে, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

কন্যাসন্তান হওয়ায় নৃশংস পরিণতি?
অনেকের দাবি, হয়তো অবিবাহিত মা হয়ে লজ্জা ঢাকতে কেউ নবজাতিকাকে ফেলে গেছে ডাস্টবিনে। আবার কেউ বলছেন, কন্যাসন্তান হওয়ায় দায়মুক্তির পথ হিসেবে তাকে পরিত্যক্ত করা হয়েছে।
হাসপাতালের যোগসূত্র? পুলিশের তদন্ত শুরু

স্থানীয়দের বক্তব্য, এলাকায় দুটি হাসপাতাল ও নার্সিংহোম রয়েছে। হয়তো কোনও সদ্যোজাত শিশু মৃত জন্ম নেওয়ার পর পরিবারের লোকেরা ডাস্টবিনে ফেলে দিয়েছে। তবে যা-ই হোক, কেন শিশুটির সৎকার করা হলো না, তা নিয়েই উঠেছে বড় প্রশ্ন।

ঘটনার খবর পাওয়া মাত্রই রানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির নিথর দেহ উদ্ধার করে। জানা গেছে, দেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হবে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, যাতে দোষীদের চিহ্নিত করা যায়।
স্থানীয়দের দাবি, যারা এই নিষ্ঠুর কাজ করেছে, তাদের কঠোর শাস্তি দেওয়া হোক। এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে তীব্র নিন্দা ও ক্ষোভের ঝড়।