অজয় নদে ট্র্যাজেডি! ১৯ ঘণ্টা পর মিলল রাহুল রায়ের নিথর দেহ, শুভম এখনো নিখোঁজ

unitel
single balaji

শিবপুর, দুর্গাপুর: অজয় নদে পুণ্যস্নান করতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। মঙ্গলবার দুর্গাপুরের চাষীপাড়া সংলগ্ন টালিগঞ্জ পাড়ার দুই কিশোর রাহুল রায় (১৫) ও শুভম মন্ডল (১৭) জলের তলায় তলিয়ে যায়। ১৯ ঘণ্টা পর বুধবার সকালে উদ্ধারকারী দল অজয় নদ থেকে রাহুলের নিথর দেহ উদ্ধার করতে সক্ষম হয়, তবে এখনো খোঁজ মেলেনি শুভমের!

🔹 কিভাবে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা?

সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে দুর্গাপুরের চার বন্ধু শিবপুরের অজয় নদে পূণ্যস্নানের জন্য গিয়েছিল। স্নানের সময় তারা প্যান্ট খুলে গামছা পরে নদীতে নামে। কিন্তু তাঁরা সাঁতার জানত না! ফলে মুহূর্তের মধ্যেই জলের স্রোতে ভেসে যায় রাহুল ও শুভম।

🔹 ১৯ ঘণ্টা পর মিলল এক দেহ, শুভমের খোঁজে অভিযান জারি!

ঘটনার পর থেকে উদ্ধারকারী দল ও পুলিশ প্রশাসন রাতভর তল্লাশি চালালেও মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। অবশেষে বুধবার সকালে ১৯ ঘণ্টা পর অজয় নদ থেকে উদ্ধার হয় রাহুল রায়ের নিথর দেহ। কিন্তু শুভমের কোনো সন্ধান এখনো মেলেনি।

🔹 পরিবার ও স্থানীয়দের ক্ষোভ – প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ!

শুভম মন্ডলের আত্মীয় উত্তম মন্ডল ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আমাদের ছেলেরা বিকেল ৪টায় ডুবে যায়। কিন্তু প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি! রাতভর কোনো উদ্ধারকাজ হয়নি। সকালে ৮:৩০ পর্যন্তও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটা প্রশাসনের গাফিলতির চরম উদাহরণ!”

🔹 এখনো চলছে উদ্ধার অভিযান, এলাকায় শোকের ছায়া!

শুভমকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধারের জন্য এখনো পুলিশ ও ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে। পরিবার-পরিজনদের কান্নায় মুহ্যমান পরিবেশ। অজয় নদের পাড়ে অসংখ্য স্থানীয় মানুষ জড়ো হয়েছেন। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে!

ghanty

Leave a comment