কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে আলিপুর চিড়িয়াখানার বিপরীতে থাকা ২৫৪ কাঠা (৪.২ একর) জমি বিক্রির অভিযোগ এনে রাজপথে নামল রাজ্য বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি নেতা-কর্মীরা রবীন্দ্র সদন থেকে ন্যাশনাল লাইব্রেরি পর্যন্ত প্রতিবাদ মিছিল করে।
বিজেপির দাবী: চিড়িয়াখানার জমি বাঁচাতে হবে!
শুভেন্দু অধিকারী বলেন, “আমরা কোনোভাবেই সরকারি জমি বিক্রি হতে দেব না! আলিপুর জেলের জমি, ট্রাম ডিপোর জমি বিক্রি হয়েছে, এবার চিড়িয়াখানার পশু হাসপাতালের জন্য বরাদ্দ ২৫০ কাঠা জমি বিক্রি করার চক্রান্ত চলছে!”
বিজেপির মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট
সরকারের জমি বিক্রির প্রতিবাদে বিজেপি যখন মিছিলের অনুমতি চেয়েছিল, তখন কলকাতা পুলিশ অনুমতি দেয়নি। এরপর শুভেন্দু অধিকারী হাইকোর্টে মামলা করলে বিচারপতি জয় সেনগুপ্তা রায় দেন যে ১০০০ জনের বেশি জমায়েত না করেই মিছিল করা যাবে।
তৃণমূলের কড়া প্রত্যাখ্যান!
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বিজেপির দাবিকে “ভিত্তিহীন” বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “বিজেপির এই প্রতিবাদে স্থানীয়রা যোগ দেয়নি, বাইরের লোক এনে ভিড় বাড়ানোর চেষ্টা করেছে।”
বিক্রির টাকা যাবে কার কাছে?
শুভেন্দু অধিকারী আরও অভিযোগ করেন যে, “জমি বিক্রি থেকে পাওয়া টাকা তৃণমূলের নির্বাচনী তহবিলে যাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যরা এই দুর্নীতিতে লাভবান হবেন।”