• nagaland state lotteries dear

অমিত শাহের মন্তব্যে তোলপাড়, জামুড়িয়ায় তৃণমূলের কড়া প্রতিবাদ মিছিল

জামুড়িয়া: ভারতের সংবিধান রচয়িতা ড. ভীমরাও আম্বেদকরকে নিয়ে সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ রাজ্যের বিভিন্ন ব্লকে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ মিছিল করেছে। এর আওতায় জামুড়িয়া ব্লক ১-এর উদ্যোগেও একটি বিশাল প্রতিবাদ মিছিল সংগঠিত হয়।

মিছিল এবং সভার বিবরণ:

মিছিলটি জামুড়িয়া থানামোড় বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজার, পেট্রোল পাম্প হয়ে পুনরায় থানামোড় বাস স্ট্যান্ডে ফিরে আসে এবং এক সভায় পরিণত হয়। সেখানে স্থানীয় বিধায়ক হরিরাম সিংহ অমিত শাহের মন্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “যতক্ষণ না অমিত শাহ তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইছেন, ততক্ষণ পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে।”

কুশপুত্তলিকা দাহ এবং নেতাদের বার্তা:

এই সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করা হয়। উপস্থিত ছিলেন বিধায়কের পুত্র ও যুব নেতা প্রেমপাল সিংহ, বোড়ো ১-এর চেয়ারম্যান শেখ শানদার, কাউন্সিলর ভোলা হেলা, সভাধিপতি বিষ্ণুনাথ বাউরি এবং মহিলা তৃণমূল ব্লক ১-এর রাখি কর্মকার।

তৃণমূলের কড়া অবস্থান:

হরিরাম সিংহ আরও বলেন, “ড. আম্বেদকরকে অপমান করা মানে ভারতের সংবিধানকে অপমান করা। তৃণমূল কংগ্রেস এই ইস্যুতে কোনওভাবেই পিছপা হবে না। এই লড়াই চলবেই।”

পশ্চিমবঙ্গে প্রতিবাদ আন্দোলনের জোয়ার:

তৃণমূল কংগ্রেসের এই প্রতিবাদ কর্মসূচি স্পষ্ট করছে যে তারা বাংলায় রাজনৈতিক আন্দোলনে তাদের শক্তি আরও বাড়াতে এবং সংবেদনশীল বিষয়গুলিতে কেন্দ্রীয় সরকারকে চাপে রাখতে সচেষ্ট।

ghanty

Leave a comment