আসানসোল : কুলটি থানার চৌরাঙ্গীফুঁড়ি এলাকায় ১৯ নম্বর রোডে পুরনো কল্যাণেশ্বরী মন্দিরের পাশ দিয়ে ধানবাদ যাওয়ার পথে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রাজেশ বাউরি (৪৩) নামের এক ব্যক্তি বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন। জানা গিয়েছে, তিনি বারিরা এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার পর আহত রাজেশ বাউরিকে তড়িঘড়ি আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের মতে, রাস্তাটি সংকীর্ণ এবং বেশ ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই এধরনের দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য এলাকায় যানজটের সৃষ্টি হয়। তবে কুলটি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।
এই রাস্তা দিয়ে যাতায়াতকারী স্থানীয় বাসিন্দারা জানান, এই এলাকায় রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। বারবার দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। তারা দ্রুত রাস্তার সংস্কার এবং ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য সঠিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।