দুর্গাপুর: রাত হলেই দুর্গাপুরের বাজারগুলোতে শুরু হবে পুরসভার সাফাই অভিযান। বাজারে জমে থাকা বর্জ্য পরিষ্কার করতেই এই উদ্যোগ। শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের লালা লাজপত রায় এলাকায় আনুষ্ঠানিকভাবে এই পরিষেবা শুরু করলেন প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন পুরসভার কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, প্রশাসক মন্ডলের সদস্য রাখি তিওয়ারি ও ধর্মেন্দ্র যাদব।
রাতের বর্জ্য, মশা-মাছি ও সাপের উপদ্রব
দুর্গাপুরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাজারে দীর্ঘদিন ধরেই জমা হচ্ছিল সবজি খোসা, প্লাস্টিক এবং অন্যান্য বর্জ্য। রাতে দুর্গন্ধ এবং তার সঙ্গে মশা, মাছি ও সাপের উপদ্রবে অতিষ্ট হচ্ছিল সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দাদের বহু অভিযোগের ভিত্তিতে অবশেষে এই পরিষেবা চালু করল পুরসভা।
৪৩টি ওয়ার্ডে পরিষেবা
পুরসভার তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে এই পরিষেবা দুর্গাপুরের ৮ নম্বর ওয়ার্ড থেকে শুরু হলেও খুব শীঘ্রই এটি শহরের বাকি ৪৩টি ওয়ার্ডেও চালু হবে। প্রতিদিন রাত ন’টা থেকে সাফাই কর্মীরা বাজারে বাজারে বর্জ্য সংগ্রহ করবেন।
অনিন্দিতা মুখোপাধ্যায়ের বার্তা
অনুষ্ঠানে অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, “দুর্গাপুরকে পরিচ্ছন্ন রাখতে আমরা সদা প্রস্তুত। রাতের সাফাই পরিষেবা চালু হওয়ার ফলে দুর্গাপুরের মানুষ উপকৃত হবেন। খুব শীঘ্রই দুর্গাপুর নতুন চেহারা নেবে।”
বিরোধীদের সমালোচনা
এই পরিষেবার প্রয়োজনীয়তা থাকলেও বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। তাদের বক্তব্য, “পুরসভা যতই প্রতিশ্রুতি দিক, সঠিক তদারকি ছাড়া এই প্রকল্প কার্যকর হবে না।”
বাসিন্দাদের আশা
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে তারা চান, এই পরিষেবা যেন টিকে থাকে এবং পুরসভা যথাযথভাবে তদারকি চালায়।