কুলটি রামনগর গ্রামে কোলিয়ারির নোটিশে আতঙ্ক, উচ্ছেদের আশঙ্কা!

single balaji

আসানসোলের কুলটি রামনগর সেল কোলিয়ারির কর্মকর্তারা কুলটি রামনগর গ্রামের মানুষদের উদ্দেশ্যে একটি নোটিশ জারি করেছেন, যা গোটা গ্রামে জল্পনার জন্ম দিয়েছে। নোটিশটি কোনো কোলিয়ারির লেটারপ্যাডে নয়, বরং সাদা কাগজে লেখা হয়েছিল এবং তা গোটা এলাকায় ছড়িয়ে পড়ে, যা নিয়ে গ্রামবাসীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। নোটিশে বলা হয়েছে যে, গ্রামের প্রতিটি বাড়ির ওপর জরিপ করা হচ্ছে, যেখানে নতুন একটি প্রকল্প তৈরি হবে।

এতে গ্রামবাসীরা আতঙ্কে আছেন যে, তারা হয়তো এখান থেকে উচ্ছেদ হতে পারেন। গ্রামবাসীরা জানিয়েছেন যে, তারা যখন রামনগর কোলিয়ারির কর্মকর্তাদের এই বিষয়ে জিজ্ঞাসা করেন, তখন কর্মকর্তারা কিছু বলতে রাজি হননি। তবে, কোলিয়ারির কর্মকর্তারা প্রকল্পটি কোথায় হবে সে বিষয়ে কিছু বলতে চান না। এলাকাবাসীদের অভিযোগ, এই নোটিশের ফলে রামনগর কোলিয়ারি সংলগ্ন গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং কর্মকর্তারা এ বিষয়ে কোনো তথ্য দিতে অস্বীকার করছেন।

ghanty

Leave a comment