• nagaland state lotteries dear

আসানসোলের গোরাই পরিবারে দুই দিনের লক্ষ্মী পুজো, ১০৮ প্রকারের মিষ্টি ও ভোগ

আসানসোল: আসানসোলের বিশিষ্ট ব্যবসায়ী সোমনাথ গোরাইয়ের পরিবারে জাঁকজমকপূর্ণভাবে দুই দিনের লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়েছিল। SB গোরাই রোডের পৈতৃক বাড়িতে এই পুজো অনুষ্ঠিত হয়।

সোমনাথ বাবু জানিয়েছেন, “১৯৭৫ সাল থেকে আমার পিতা ঈশ্বরশক্তিনারায়ণ গোরাই এই লক্ষ্মী পুজোর সূচনা করেন। সেই থেকে আমাদের পুরো পরিবার মিলে এই পুজোকে জাঁকজমকভাবে পালন করে আসছি। শুধু আমাদের পরিবার নয়, স্থানীয়রাও এই পুজোর জন্য অপেক্ষা করেন।”

তিনি আরও জানান, “আগে আমাদের বাড়িতে একদিনের লক্ষ্মী পুজো হত। কিন্তু তখন অন্যদের বাড়িতেও লক্ষ্মী পুজো থাকায় সবাই আমাদের বাড়িতে আসতে পারত না। আমরা চাইতাম সকলে মা লক্ষ্মীর প্রসাদ পান, তাই এখন আমরা দুদিনের পুজোর আয়োজন করি। প্রথম দিনে ১০৮ প্রকারের মিষ্টি ও দ্বিতীয় দিনে ৫৬ প্রকারের ভোগ নিবেদন করা হয় এবং প্রসাদ স্থানীয়দের মধ্যে বিতরণ করা হয়।”

ghanty

Leave a comment