নিজস্ব সংবাদদাতা : চিরকুন্ডায় রবিবার বিজেপি চিরকুন্ডা মণ্ডল সভাপতি অরবিন্দ সিংহের নেতৃত্বে যুব আক্রোশ র্যালির প্রস্তুতি নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরকুন্ডা ইনচার্জ ডাবলু বাউরি। বক্তব্য রাখতে গিয়ে ডাবলু বাউরি বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতি বছর পাঁচ লক্ষ যুবককে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ী করার কথা বলেছিলেন। এছাড়াও বেকার যুবকদের পাঁচ হাজার এবং স্নাতকোত্তরদের সাত হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। কিন্তু পাঁচ বছর পরও রাজ্য সরকারের কোনো প্রতিশ্রুতি পূরণ হয়নি।”
ডাবলু বাউরি আরও বলেন, “সময় এসেছে এই মিথ্যা ও ব্যর্থ হেমন্ত সোরেন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলার। যুব সমাজকে চাকরির জন্য সংগ্রাম করতে হবে। এই দাবির সমর্থনে চিরকুন্ডা মণ্ডল থেকে শতাধিক যুবককে র্যালিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ২৩ আগস্টের যুব আক্রোশ র্যালির মাধ্যমে এই ভুয়া সরকারকে উৎখাতের শপথ নিতে হবে। র্যালিকে সফল করার জন্য ২১ আগস্ট চিরকুন্ডায় একটি মশাল মিছিল বের করা হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি রাণী কেরাই, জয় প্রকাশ সিংহ, অনিল যাদব, জগন্নাথ সিংহ, অভিমন্যু কুমার, পবন শর্মা, নন্দলাল কুমার, সঞ্জীব সিংহ, বিজয় রাই, মদন শর্মা, সন্তোষ সিংহ, মুন উইলিয়াম, রাজ মিশ্রা, পবন সাও, মুকেশ সাও, তরুণ সাও, রমেশ পান্ডে, চন্দন রবিদাস, সুনীতা দেবী, রীনা ব্যানার্জি প্রমুখ।