দুর্গাপুরঃ পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে সোমবার দুর্গাপুরের মহকুমা শাসকের দফতরের সামনে দুর্গাপুর পৌরসভা নির্বাচনের দাবিতে উত্তাল বিক্ষোভ হয়। যুব কংগ্রেস নেতারা মহকুমা শাসকের হাতে একটি স্মারকলিপি জমা দেন।
নেতাদের অভিযোগ, গত তিন বছর ধরে দুর্গাপুর পৌরসভায় কোনও নির্বাচন হয়নি, প্রশাসনিক বোর্ডের মাধ্যমে পরিচালিত হচ্ছে কাজ। এর ফলে রাস্তা সংস্কার, জল সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা সহ সমস্ত নাগরিক পরিষেবাই বিপর্যস্ত হয়ে পড়েছে।
এদিন যুব কংগ্রেস জেলা সভাপতি রবি যাদব এবং রাজ্য সম্পাদক অনুপম সাই নেতৃত্বাধীন পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল মহকুমা শাসকের দফতরে যায়। তাঁদের সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি তারুণ রায়, সম্পাদক প্রসেনজিৎ পাইচুণ্ডি, কাউন্সিলর এস এম মোস্তফা, সহ একাধিক নেতা।
নেতাদের হুঁশিয়ারি, যদি দ্রুত নির্বাচন না হয় তবে পুজো শেষে ছাত্র-যুব ও মহিলারা পৌরসভা ঘেরাও ও তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করবেন।
প্রদেশ কংগ্রেস সহ-সভাপতি তারুণ রায় বলেন, “২০১৭ সালের পর থেকে দুর্গাপুর পৌরসভায় আর নির্বাচন হয়নি। প্রশাসনিক বোর্ডের অধীনে কাজ চলছে। ফলে প্রতিটি ওয়ার্ডে রাস্তা ভাঙাচোরা, নাগরিক পরিষেবা বিপর্যস্ত, মানুষের অভিযোগ শুনছে না কেউ। তাই আমরা চাই অবিলম্বে নির্বাচন ঘোষণা করা হোক।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যুব কংগ্রেসের এই আন্দোলন দুর্গাপুরে বিরোধী রাজনীতির নতুন গতি তৈরি করতে পারে।











