জামুড়িয়াः জামুড়িয়া থানা অন্তর্গত চাঁদা এলাকায় বন্ধুর বাড়িতে ঘুরতে আসে জামুড়িয়ার বেসরকারি কারখানাই কর্মরত এক যুবক। বিকেলের সময় বন্ধুর সঙ্গে বাড়ির পাশে পুকুরে স্নান করতে গিয়ে ওই যুবক তলিয়ে যায়। ঘটনার খবর জানাজানি হতেই পুকুরের পাশে শুরু হয় এলাকাবাসীর জমায়েত। যুবককে উদ্ধার করতে পিছু হাটেনি চাঁদা এলাকার স্থানীয় বাসিন্দারাও, তড়িঘড়ি ফেলা হয় পুকুরে মাছের জাল,চলে উদ্ধার কাজ। ঘটনাস্থলে পৌঁছায় জামুড়িয়া থানার পুলিশ ও ডুবুরি শুরু করে উদ্ধার কাজ। কয়েক ঘন্টার ব্যবধানে গ্রামবাসীদের মাছের জালে আটকে পড়ে যুবকের মৃত্যু দেহ । জামুড়িয়া থানা পুলিশের পক্ষ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় আসানসোল জেলা হাসপাতাল।

দেহ উদ্ধার কাজ সম্পূর্ণ হলেও এখন পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মৃত যুবকের পরিচয় স্পষ্ট হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে জামুড়িয়া থানার পুলিশ।












