নিজস্ব সংবাদদাতা : শিবু টুডু, আসানসোল জামুড়িয়া শিল্প এলাকার সাত্তার গ্রামের স্পঞ্জ আয়রন কারখানায় কর্মরত একজন স্থানীয় বাসিন্দা, গত রাতে মারা যান। এরপর গ্রামবাসীরা তার পরিবারের জন্য একটি চাকরির দাবি জানিয়ে কারখানার গেটের সামনে প্রতিবাদ শুরু করেন।
মোহন সোরেন নামে এক গ্রামবাসী জানান, শিবু টুডু, যিনি এই কারখানায় কাজ করতেন, বুধবার রাতে হঠাৎ করে মারা যান। তার দুটি সন্তান রয়েছে এবং তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তাই, বুধবার রাত থেকেই শিবুর পরিবারের সমর্থনে চাকরির দাবি জানিয়ে প্রতিবাদ চলছে।
শিবুর আকস্মিক মৃত্যুতে গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবাদকারীরা জানান, শিবুর পরিবারকে অবিলম্বে আর্থিক সাহায্য এবং পরিবারের একজন সদস্যকে চাকরি না দেওয়া পর্যন্ত তারা প্রতিবাদ চালিয়ে যাবেন। গ্রামবাসীরা অভিযোগ করছেন যে কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও কোনো আশ্বাস দেয়নি।