আসানসোল: বলা হয়, সত্যিকারের প্রতিভা কখনও চাপা থাকে না। কোনও না কোনও উপায়ে সেটি ঠিক সামনে এসে পড়ে। এমনই এক অসাধারণ ঘটনা ঘটল আসানসোল শহরে।
মিডিয়া পার্সোনালিটি ও সমাজকর্মী সঞ্জয় সিনহা-র হুবহু ছবি এঁকে সবাইকে অবাক করে দিলেন এক মহিলা শিল্পী।
ইন্টারন্যাশনাল ইকুইটেবল হিউম্যান রাইটস সোশ্যাল কাউন্সিল-এর চেয়ারম্যান সঞ্জয় সিনহা রবিবার তাঁর অফিসে ব্যস্ত ছিলেন। তখন হিউম্যান রাইটস সোশ্যাল কাউন্সিল-এর সদস্যা ইয়াসমিন সুলতানা তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। দেখা করার পরে, ইয়াসমিন সুলতানা তাঁকে একটি পেন্টিং উপহার দেন।
অবাক করার বিষয় হলো, সেই পোর্ট্রেট ছিল সঞ্জয় সিনহারই! শিল্পী এমন নিখুঁতভাবে তাঁর চেহারা, অভিব্যক্তি ও হাসিকে ফুটিয়ে তুলেছেন যে, উপস্থিত সবাই অবাক হয়ে যান।
দীর্ঘদিনের অভিজ্ঞতা
প্রসঙ্গত, ইয়াসমিন সুলতানা গত কয়েক বছর ধরে পোর্ট্রেট আঁকার কাজ করছেন এবং ইতিমধ্যেই তিনি বহু খ্যাতনামা ব্যক্তিত্বের চিত্র আঁকেছেন। সঞ্জয় সিনহার পোর্ট্রেটটি তাঁর হৃদয়ের বিশেষ স্থান অধিকার করেছে বলে জানা গেছে।
প্রতিভার স্বীকৃতি ও অনুপ্রেরণা
সঞ্জয় সিনহা শুধু ইয়াসমিনের প্রতিভাকে সম্মান জানাননি, তাঁকে ভবিষ্যতে সহায়তার আশ্বাসও দিয়েছেন। তিনি বলেন,
“প্রতিভাকে বেশিদিন চাপা রাখা যায় না। একসময় সে নিজেই সামনে চলে আসে। প্রতিভাদের সঠিক মঞ্চ পাওয়া উচিত।”
তিনি ইয়াসমিনকে সংবর্ধিতও করেন এবং আরও বড় সুযোগের জন্য তাঁকে অনুপ্রাণিত করেন।
আসানসোল শহরের গর্ব
এই অসাধারণ কাজ আসানসোল শহরের গর্বের কারণ হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়াতেও ইতিমধ্যেই ইয়াসমিন সুলতানার এই কাজ প্রশংসা কুড়িয়েছে। অনেকেই তাঁকে “আসানসোলের গর্ব” বলে অভিহিত করেছেন।










