স্বামীর গলা কেটে থানায় স্ত্রীর আত্মসমর্পণ, কাঁকসায় চাঞ্চল্য!

কাঁকসা, বিকাশ চন্দ্র : পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার রাজবাঁধ এলাকার ক্যনেলপার অঞ্চলে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। এক ব্যক্তির গলা কাটা দেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম চুনা কোড়া (৫০)। আর এই ঘটনার জন্য আত্মসমর্পণ করেছেন তাঁর স্ত্রী আম্বু কোড়া।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চুনা কোড়া এবং তাঁর স্ত্রী আম্বু একাই থাকতেন বাড়িতে। প্রতিবেশীরা জানাচ্ছেন, দম্পতির মধ্যে ঝগড়া-অশান্তি ছিল নিত্যদিনের ঘটনা। তবে এত বড় ঘটনার দিকে কেউই অনুমান করতে পারেননি।

আজ সকালে আম্বু কোড়া নিজেই কাঁকসা থানায় গিয়ে স্বামীর হত্যার কথা স্বীকার করে আত্মসমর্পণ করেন। তাঁর এই স্বীকারোক্তিতে থানা থেকে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় কাঁকসা থানার পুলিশ।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল। কাঁকসা থানার পুলিশ চুনা কোড়ার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে।

কাঁকসা থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানাচ্ছে, দম্পতির মধ্যেকার ব্যক্তিগত সমস্যাই এই মর্মান্তিক ঘটনার কারণ হতে পারে। তবে প্রকৃত কারণ জানার জন্য পুলিশ নানা দিক দিয়ে তদন্ত চালাচ্ছে।

ঘটনার পর রাজবাঁধ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় এক ব্যক্তি বলেন, “ওদের মধ্যে মাঝেমধ্যেই ঝগড়া শুনতাম, কিন্তু এমন ঘটনা ঘটবে তা ভাবিনি।”

ghanty

Leave a comment