নিজস্ব সংবাদদাতা: রাজ্যে আরজি কর মেডিকেলে এক যুবতীর ধর্ষণ ও নির্মম হত্যার প্রতিবাদে শুক্রবার বিরোধী দলগুলি বন্ধ ও ‘ধিক্কার দিবস’ পালনের ডাক দিয়েছে। রাজ্য সরকার এই বন্ধের কড়া বিরোধিতা করেছে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। নবান্ন থেকে এই বন্ধের বিরুদ্ধে কড়া বিবৃতি জারি করা হয়েছে।
বৃহস্পতিবার, মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন যে রাজ্য সরকার বন্ধের বিরুদ্ধে। রাজ্যের কর্মসংস্কৃতি বজায় রাখতে সরকার সব ব্যবস্থা নেবে। নবান্নের পক্ষ থেকে মুখ্য সচিব বিপি গোপালিকা বলেছেন, “শুক্রবার অন্য যে কোনও দিনের মতোই পরিবহন পরিষেবা স্বাভাবিক থাকবে। রাজ্য পরিবহন কর্তৃপক্ষের সচিবকে বেসরকারি পরিবহন সংস্থাগুলির সঙ্গে সমন্বয় সাধনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে, যাতে যাতায়াতের কোনো বিঘ্ন না ঘটে।”
সরকারি কর্মচারীদের সমস্ত ছুটি শুক্রবারের জন্য বাতিল করা হয়েছে। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করে জানিয়েছেন, রাজ্যের কর্মসংস্কৃতি ধ্বংস করা যাবে না। বন্ধ হবে না। শুক্রবার রাজ্যের সব পরিষেবা চালু থাকবে। বিরোধীরা সবসময় এইভাবে রাজ্যকে কলঙ্কিত করার চেষ্টা করে। ঘটনা তদন্তাধীন, সিবিআই তদন্ত করছে। অপরাধীদের গ্রেফতার করে শাস্তি দেওয়া হবে। বন্ধ করে এই সমস্যার সমাধান হবে না।