নিজস্ব সংবাদদাতা, অন্ডাল : বুধবার সকালে অন্ডাল ব্লকের খান্দারা গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর বাউরি পাড়ায় হঠাৎ করেই একটি গোটা কুয়ো মাটির নিচে তলিয়ে গেল। এলাকাবাসীরা জানিয়েছেন, পাড়ায় শুধুমাত্র একটি সরকারি কুয়ো ছিল, যেখান থেকে তাঁরা প্রতিদিন জল সংগ্রহ করতেন।
সকালে হঠাৎ কুয়োর পাশের জমিতে মৃদু কম্পন এবং শব্দ হয়, তারপরই কুয়োটি মাটির নিচে তলিয়ে যায়। ঘটনাটি দ্রুত এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। স্থানীয়রা জানিয়েছেন, টানা বৃষ্টির কারণে মাটি নরম হয়ে যাওয়ার ফলে এমন ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা এড়াতে এলাকাবাসীরা কুয়োর চারপাশে বাঁশের ব্যারিকেড তৈরি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকাবাসী দীর্ঘদিন ধরে এই কুয়োটি ব্যবহার করছিলেন, কিন্তু এর রক্ষণাবেক্ষণ ঠিকমতো করা হয়নি। পঞ্চায়েতের তরফ থেকে কোনো সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়নি বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। অনেকের দাবি, টানা বৃষ্টির কারণে এমন দুর্ঘটনা আরও ঘটতে পারে, তাই অবিলম্বে রক্ষণাবেক্ষণের প্রয়োজন।