দিনের পর দিন জলহীন শিমুল গ্রাম, বড় আন্দোলনের হুঁশিয়ারি বাসিন্দাদের

আসানসোল, কুলটি: আসানসোল পৌর নিগমের ৬৪ নম্বর ওয়ার্ডের শিমুলগ্রাম এলাকায় দীর্ঘদিন ধরে চলা জল সমস্যার বিরুদ্ধে রাস্তায় নামলেন এলাকার মানুষ। রবিবার তারা কুলটি ইস্কো (সেল গ্রোথ ওয়ার্কস) কারখানার প্রধান গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে জল সরবরাহ বন্ধ রয়েছে, ফলে পানীয় জলের অভাবে ভুগতে হচ্ছে বাসিন্দাদের।

কি বললেন স্থানীয় বাসিন্দারা?

স্থানীয় বাসিন্দা প্রশান্ত চক্রবর্তী জানিয়েছেন, “আমরা ইস্কো কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। কিন্তু তারা জানিয়েছে, ডিভিসি থেকে জল ছাড়া না হলে তাদের জল সরবরাহ সম্ভব নয়।” তাই বাসিন্দারা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়ের কাছে বিষয়টি দ্রুত সমাধানের আবেদন জানাতে চান।

Screenshot 2024 12 17 123700

ডিভিসির দিকে অভিযোগের আঙুল

স্থানীয়রা জানিয়েছেন, ডিভিসি থেকে জল না ছাড়ার কারণে ইস্কো কারখানার জলস্তর কমে গিয়েছে। এই পরিস্থিতিতে কারখানার পক্ষ থেকে জলের সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ৬৪ ও ৭০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জল সংকটে ভুগছেন।

মেয়রের প্রতিশ্রুতি

বাসিন্দারা জানিয়েছেন, “আমরা ফোনে মেয়র এবং বরো চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছি। মেয়র আশ্বাস দিয়েছেন যে তিনি ডিভিসির সঙ্গে আলোচনা করে দ্রুত জল সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করবেন।” তবে এই সমস্যার সমাধানে মেয়রের সঙ্গে মুখোমুখি বৈঠকের দাবিতে আজ বাসিন্দারা আসানসোল পৌর নিগমের অফিসে দেখা করবেন।

বিক্ষোভে উত্তাল শিমুলগ্রাম

কারখানার গেটের সামনে এই বিক্ষোভের কারণে বেশ কিছুক্ষণ যান চলাচলে বিঘ্ন ঘটে। স্থানীয়দের দাবি, যদি দ্রুত সমাধান না হয় তবে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।

বৈঠকের আশায় অধিবাসীরা

বাসিন্দাদের আশা, মেয়রের হস্তক্ষেপে ডিভিসি দ্রুত জল ছাড়বে এবং সমস্যা সমাধান হবে। তবে জল সংকটের কারণে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

ghanty

Leave a comment