City Today News

monika, grorius, rishi

কাউন্সিলরকে অফিসে আটক করে রাস্তা অবরোধ : জল ও ড্রেনেজের দাবি!

নিজস্ব সংবাদদাতা : আসানসোল পৌর সংস্থার ৫৭নম্বর ওয়ার্ড -এর নিত্যানন্দ পল্লীর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন। কাউন্সিলরকে তার নিজস্ব অফিসে আটক করে জল, ড্রেনেজ ও রাস্তার দাবি জানানো হয়। তারা পার্টি অফিসের সামনে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে।

লোকজন বলছেন, আমাদের ওয়ার্ডে কোনো কাজ করা হয়নি। যথাযথ ড্রেনেজ ব্যবস্থা নেই, যার কারণে বৃষ্টির সময় আমাদের বিশাল সমস্যার মুখোমুখি হতে হয়। রাস্তা না থাকায় প্রতিদিন দুর্ঘটনা ঘটে। যখন আমরা এই সমস্যাগুলি নিয়ে কাউন্সিলরের কাছে যাই, তখন আমাদের এখানে-ওখানে পাঠানো হয়। কাউন্সিলররা মেয়রের কাছে যেতে বলছেন, কিন্তু আমরা যদি মেয়রের কাছেই যাই তাহলে তাকে কেন নির্বাচিত করলাম?

আমাদের দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত আমরা অফিস খুলব না এবং রাস্তা অবরোধ থাকবে। তবে, পরে পার্টির একজন সদস্য এসে তাদের মীমাংসা করে দেওয়ার পর অফিসের দরজা খুলে দেওয়া হয় এবং তারপর মহিলারা অফিসে প্রবেশ করে কাউন্সিলরকে ঘেরাও করে তাদের দাবিগুলি উত্থাপন করেন। কাউন্সিলরের প্রতিশ্রুতি দেওয়ার পর, জনগণ রাস্তা অবরোধ তুলে নেয়।

City Today News

ghanty
monika and rishi

Leave a comment