City Today News

ঝালাবাগানে দুই দিনের বিদ্যুৎহীনতা, গ্রামবাসীদের রাস্তায় অবরোধ

নিজস্ব সংবাদদাতা, বরাকর: পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা এলাকার অন্তর্গত ডিসেরগড় অঞ্চলের ঝালাবাগান এলাকায় টানা দুই দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। সোমবার দুপুর থেকে মঙ্গলবার রাত পর্যন্ত বিদ্যুৎ না থাকায় গ্রামের মানুষজন অসুবিধার সম্মুখীন হন এবং ডিসেরগড়-বারাকর সড়ক অবরোধ করেন।

প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তায় বসে বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান। খবর পেয়ে কুলটি থানার সাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের সাথে কথা বলেন এবং বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন। পুলিশের আশ্বাস পেয়ে গ্রামবাসীরা রাস্তায় অবরোধ তুলে নেন।

City Today News

ghanty
monika and rishi

Leave a comment