নিজস্ব সংবাদদাতা : অখণ্ড ভারত দিবস উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদ (VHP) আয়োজিত মশাল মিছিলের মাধ্যমে বাংলাদেশের মায়েরা ও বোনদের উপর ঘটে চলা নৃশংস হত্যার প্রতিবাদ জানানো হয়েছে। এই মিছিল বৃহস্পতিবার বিকেল ৫টায় আসানসোলের উষাগ্রাম থেকে শুরু হয়ে জিটি রোড হয়ে আসানসোল পৌর নিগমের কাছে এসে শেষ হয়।
এই মিছিলে প্রচুর সংখ্যক বিশ্ব হিন্দু পরিষদের নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের হাতে ছিল গেরুয়া পতাকা ও মশাল, আর তারা “জয় শ্রী রাম” স্লোগানে মিছিলকে প্রখরতায় তুলেছিলেন। তারা বাংলাদেশের নারকীয় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভারত সরকারের কাছে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।