উত্তর আসানসোল, ভানোরা:
উত্তর আসানসোলের ভানোরা কয়লাখনির জমে থাকা নীল জলে আজ ঘটল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। অবসরপ্রাপ্ত এই কেন্দ্রীয় সরকারি কয়লাখনিতে কয়লা উৎপাদন বন্ধ থাকায় বছরের পর বছর ধরে জল ভর্তি হয়ে রয়েছে। খনির গভীরে জমে থাকা জল দেখতে নীল আভায় চকচক করে, আর সেই কারণেই এলাকাটি ধীরে ধীরে অলিখিত ‘সেলফি জোন’-এ পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই বহু তরুণ-তরুণী এখানে ঘুরতে আসে, ছবি তোলে।
আজও সেই রকম দুই ছাত্র বেড়াতে এসে এই মৃত্যুকূপে হারিয়ে গেল চিরদিনের জন্য। প্রত্যক্ষদর্শীদের দাবি, খাদের ধারে দাঁড়িয়ে ছবি তুলতে গিয়ে পা হড়কে পড়ে যায় তারা। মুহূর্তের মধ্যেই গভীর জলে তলিয়ে যায়। খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় গ্রামবাসী ও আসানসোল উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। গ্রামের সাহসী যুবকেরা দড়ি বেঁধে জলে নেমে মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয় তৃণমূল কাউন্সিলর উৎপল সিনহা ক্ষোভ প্রকাশ করে বলেন,
“প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটছে, কিন্তু খনি কর্তৃপক্ষ উদাসীন। আর কত প্রাণ গেলে জেগে উঠবে তারা?”
এলাকাবাসীর দাবি, অবিলম্বে ভানোরা কয়লাখনির চারপাশে উঁচু বেড়া ও সতর্কীকরণ বোর্ড বসানো হোক, নইলে এই ‘নীল মৃত্যুকূপ’ আরও প্রাণ কেড়ে নেবে।