কাঁকসা, ৮ আগস্ট ২০২৫ —
শুক্রবার দুপুরে কাঁকসা থানার অন্তর্গত মোলানদিঘির বিষ্ণুপুর বাসস্ট্যান্ডে আচমকা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চুরির সন্দেহে দুই যুবককে স্থানীয় বাসিন্দারা ধরে ফেলে।
অভিযোগ, এক যুবক একটি ডাম্পারে উঠে ভেতরে ঢোকার চেষ্টা করছিল, আর তার সঙ্গী বাইকে বাইরে অপেক্ষা করছিল। মুহূর্তের মধ্যে স্থানীয়রা ডাম্পারে চড়া যুবককে ধরে ফেলে এবং বাইকে থাকা সঙ্গীকেও পালাতে দেয়নি।
যদিও উত্তেজিত ভিড়ের মধ্যেই কিছু মানুষ তাদের বড়সড় মারধর থেকে বাঁচিয়ে দেয়, কেবল কয়েকটি চড়-থাপ্পড় দিয়েই ক্ষান্ত হয়।
খবর পেয়ে মোলানদিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি মোটরসাইকেলসহ দুই যুবককে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুই যুবকই দুর্গাপুর থানার কাশীপুর এলাকার বাসিন্দা। তারা এখানে কী উদ্দেশ্যে এসেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাস ধরে রাতের বেলায় অচেনা মানুষের আনাগোনা বেড়েছে। পুলিশি টহল ঠিক মতো না হওয়ায় চুরি ও ডাকাতির আশঙ্কা বাড়ছে। এলাকাবাসীর দাবি, দ্রুত নজরদারি বাড়ানো হোক, নইলে বড় অপরাধ ঘটতে দেরি হবে না।












