দুর্গাপুর: ১৫ ঘণ্টা কেটে গেলেও এখনও পর্যন্ত খোঁজ মেলেনি অজয় নদে তলিয়ে যাওয়া দুই কিশোরের। বুধবার সকালেই উদ্ধারকারী দলের ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছালেও এখনো পর্যন্ত কোনও সন্ধান মেলেনি নিখোঁজদের।
তলিয়ে যাওয়া দুই কিশোর হল রাহুল রাই (১৫) এবং শুভম মণ্ডল (১৭), যারা দুর্গাপুর থানার চাষিপাড়া সংলগ্ন টালিগঞ্জ এলাকার বাসিন্দা। মঙ্গলবার দুপুরে চার বন্ধু একসঙ্গে কাকসার শিবপুর এলাকায় অজয় নদে পুণ্যস্নানে গিয়েছিল। নদীতে নামার পরেই সাঁতার না জানার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুই কিশোর জলের গভীরে তলিয়ে যায়।
🔹 উদ্ধার অভিযান ও প্রশাসনের গাফিলতি নিয়ে ক্ষোভ
নিখোঁজ শুভম মণ্ডলের আত্মীয় উত্তম মণ্ডল প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, “গতকাল বিকেল ৪টের সময় দুই ছেলে তলিয়ে গেছে। কিন্তু রাতভর উদ্ধারকাজ বন্ধ ছিল। সকাল ৮টা বেজে গেলেও কোনও উদ্ধার অভিযান শুরু হয়নি। প্রশাসনের গাফিলতির কারণেই এমন অবস্থা তৈরি হয়েছে। আমাদের কোনো সাহায্য দেওয়া হচ্ছে না।”
🔹 পরিবারের কান্না, উদ্বেগে স্থানীয় বাসিন্দারা
নিখোঁজ দুই কিশোরের পরিবারের কান্নায় ভেঙে পড়েছে গোটা এলাকা। স্থানীয়রা প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে দ্রুত উদ্ধারকাজ চালানোর দাবি জানিয়েছেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ডুবুরি দল নদীর প্রবল স্রোতের কারণে সমস্যায় পড়ছে, তবে উদ্ধারকাজ চলছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ডুবুরিরা জলের গভীরে খোঁজ চালাচ্ছেন, তবে এখনও পর্যন্ত নিখোঁজ দুই কিশোরের সন্ধান পাওয়া যায়নি।