আসানসোল: কুলটির গৃহবধূ টুম্পা নন্দী আবারও প্রমাণ করে দিলেন— জীবনে জিততে হলে বয়স নয়, দরকার ইচ্ছাশক্তি ও মানসিক দৃঢ়তা। সম্প্রতি নেপালে অনুষ্ঠিত South Asia Cup Yoga Competition-এ যোগে সোনা জিতে বাড়ি ফিরেছেন টুম্পা।
বুধবার কুলটি ব্লক কংগ্রেসের উদ্যোগে টুম্পা নন্দীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ কংগ্রেস নেতা চন্ডী চট্টোপাধ্যায় ও কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস। কুলটির এই যোগযোদ্ধাকে ফুল ও সম্মাননাপত্র দিয়ে অভিনন্দন জানানো হয়।
টুম্পা নন্দী বলেন, “আমি কুলটির মেয়ে। আমার বাবার বাড়ি ডিসরগেড়ে, আর শ্বশুরবাড়ি নিয়ামতপুরে। ছোটবেলা থেকেই বাবা-মা আমাকে যোগাভ্যাসে উৎসাহ দিয়েছিলেন। আজও আমি সেই অভ্যাস চালিয়ে যাচ্ছি। আমি বিশ্বাস করি— বয়স নয়, মানসিক শক্তিই আসল। প্রত্যেকেরই সুস্থ থাকতে যোগ শেখা উচিত।”
টুম্পার পরবর্তী লক্ষ্য বিশ্বকাপ যোগ প্রতিযোগিতা। তিনি বলেন, “আমি চাই, বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে ভারতের পতাকা বিশ্বের মঞ্চে ওড়াতে।”
কুলটির মানুষ টুম্পার এই সাফল্যে গর্বিত। এলাকার বাসিন্দারা বলেন, টুম্পা আজ শুধু একজন গৃহবধূ নন, তিনি কুলটির গর্ব ও নারীশক্তির প্রতীক। তাঁর এই সাফল্য আসানসোল শিল্পাঞ্চলের অসংখ্য মহিলাকে নতুন অনুপ্রেরণা দেবে।












