নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: নিম্নচাপের কারণে গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলছে। সেই বৃষ্টির ফলে বহু নদী ও উপনদীতে জল বেড়ে গিয়েছে। টুমনি নদীর জলস্তরও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
এই জলে বিদ্যবিহার, কৃষ্ণপুর, নবগ্রাম এবং কাঁকসার শিবপুর সহ বিভিন্ন গ্রামের চাষের জমি সম্পূর্ণভাবে ডুবে গেছে। হাজার হাজার বিঘা কৃষিজমি বর্তমানে জলের নিচে। শিবপুরের বাসপুলও এখন টুমনি নদীর জলে ডুবে রয়েছে।
এর ফলে পশ্চিম বর্ধমান থেকে বীরভূম প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুই জেলার মানুষ মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে, কৃষকরাও প্রচুর ক্ষতির মুখোমুখি হচ্ছেন।
স্থানীয় বাসিন্দা ও বাইক চালকরা জানান, “যখন টুমনি নদীর জলস্তর বাড়ে, তখন আমাদের দুর্ভোগও বাড়ে। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং এলাকার সমস্ত ধানখেত জলে তলিয়ে যায়। আমাদের দুর্ভোগের কোনো শেষ নেই। কয়েকদিন আগেও নিম্নচাপের কারণে একই ঘটনা ঘটেছিল। সমস্যা বাড়ছেই।”
পরিবহন ব্যবস্থায়ও চরম সমস্যার মুখোমুখি হতে হচ্ছে মানুষকে। চলাচলের কোনো উপায় নেই, যার ফলে এলাকাবাসীর ভোগান্তি আরও তীব্র হয়েছে।