City Today News

monika, grorius, rishi

আরজি কর কাণ্ড ও পূর্ব বর্ধমানের আদিবাসী কন্যার হত্যার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ!

নিজস্ব সংবাদদাতা : পূর্ব বর্ধমানের আদিবাসী কন্যার হত্যার প্রতিবাদ এবং আর জি কর ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভারত জাকাত মাঝি পরগনা মহল সংগঠনের সদস্যরা রাস্তা অবরোধ করেন। মঙ্গলবার সকাল থেকে গঙ্গাজলঘাটি এলাকায় আমারকান সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তাঁরা। দিনভর ব্যস্ত সময়ে এই অবরোধের ফলে অনেক যাত্রী ও পণ্যবাহী গাড়ি আটকে পড়ে।

বিক্ষোভকারী ভারত জাকাত মাঝি পরগনা মহল সংগঠন আর জি কর মামলা এবং পূর্ব বর্ধমান জেলার আদিবাসী কন্যার হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানায়। তারা সতর্ক করে দেয় যে, যদি এই দাবি পূরণ না হয়, তাহলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে। পরে গঙ্গাজলঘাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে দেয় বলে জানা গেছে।

City Today News

ghanty
monika and rishi

Leave a comment