[metaslider id="6053"]

উষাগ্রাম থেকে ঘড়ি মোড়—দখলমুক্ত রাস্তা ফেরাল ট্রাফিক অভিযান

আসানসোল, প্রতিনিধি:
মঙ্গলবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে উষাগ্রাম থেকে ঘড়ি মোড় পর্যন্ত রাস্তার পাশে চলা অবৈধ দখলদারি সরাতে এক বিশেষ অভিযান চালানো হয়। রাস্তার ধারে বসে থাকা দোকানদার ও লোকজনকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় যাতে যান চলাচলে কোনও বাধা সৃষ্টি না হয় এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেন।

🚧 দীর্ঘদিন ধরে ছিল জ্যামের সমস্যা

ট্রাফিক বিভাগের আধিকারিকদের মতে, এই রুটে বহুদিন ধরে অবৈধ দোকানপাট ও স্টল বসানোর কারণে বারবার যানজটের সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে সকাল-বিকেলের অফিস টাইমে, স্কুলের সময় ও বাজারের ব্যস্ত সময়ে ভীষণ সমস্যার মুখে পড়ছিলেন পথচারী ও গাড়িচালকরা।

🔥 “আর কোনও ছাড় নয়” – জানালেন ট্রাফিক অফিসার

ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে, এই অভিযান একদিনের নয়, আগামী দিনেও এটি নিয়মিত চলবে। যাঁরা সরকারি রাস্তায় বেআইনিভাবে বসছেন বা বসার চেষ্টা করছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

👥 স্থানীয়দের প্রশংসা

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই তৎপরতাকে স্বাগত জানিয়েছেন। তাঁদের বক্তব্য, “দীর্ঘদিন পর হাঁটাচলার রাস্তা পরিষ্কার হলো, এখন অন্তত স্বস্তিতে চলাফেরা করা যাবে।”

ghanty

Leave a comment