City Today News

monika, grorius, rishi

ফাঁসির দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের মিছিল: কুলটি কলেজ গেটে উত্তাল প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা : কুলটি কলেজের মুখ্য গেটের সামনে আর.জি.কর হাসপাতালের নৃশংস ঘটনার বিরুদ্ধে এবং বিভিন্ন দাবিতে তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) শাখা ও ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত হয় প্রতিবাদী আন্দোলন ও মিছিল।

আর.জি.কর কাণ্ডে দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তি (ফাঁসি) নিশ্চিত করার দাবি, ধর্ষণ ও ধর্ষণ করে হত্যার ক্ষেত্রে আইন পরিবর্তনের দাবি এবং বিজেপির বাংলা বিরোধী চক্রান্তের বিরুদ্ধে এই আন্দোলন ছিল তীব্র ও উদ্দীপনাপূর্ণ।

আজকে টিএমসিপি প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে, কুলটি কলেজের প্রধান গেটের সামনে এই আন্দোলন কর্মসূচি সংগঠিত হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল জেলা চেয়ারম্যান তথা অ্যাসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী, সুব্রত সিনহা, কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন রায়, বোরো চেয়ারম্যান চৈতন্য মাঝি, যুব নেতা শুভাশিস মুখার্জী, ছাত্র নেতা যতীন গুপ্তা, সেফ খান, তুলসী দাস সহ অনেক বিশিষ্ট নেতা।

বক্তারা তাঁদের বক্তব্যে স্পষ্ট করেন যে, আর.জি.কর কাণ্ডে দোষীদের ফাঁসি দিতে হবে এবং ধর্ষণ সংক্রান্ত আইন কঠোর করতে হবে। বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়ে তাঁরা বলেন, বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে কোনও আপস করা হবে না। এই আন্দোলন রাজ্যের ছাত্রসমাজের পক্ষে একটি শক্তিশালী বার্তা।

City Today News

ghanty
monika and rishi

Leave a comment