City Today News

monika, grorius, rishi

“সিবিআই-কে চেপে ধর, জাস্টিস ফর আর.জি.কর”: আসানসোলে টিএমসিপি-র বিশাল মিছিল

নিজস্ব সংবাদদাতা : আর.জি.কর কাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) উদ্যোগে সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রতিবাদী আন্দোলন ও মিছিল।

এই আন্দোলনের প্রধান স্লোগান ছিল “সিবিআই-কে চেপে ধর, জাস্টিস ফর আর.জি.কর”। সেইমতো, পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহরের বিবি কলেজ ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত হয় একটি বিশাল প্রতিবাদী মিছিল ও সভা।

এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা ছাত্র পরিষদের সম্পাদক তিলন সাধু, সাধারণ সম্পাদক রিয়া সামন্ত, এবং অন্যান্য সদস্যরা। বক্তারা স্পষ্ট জানিয়ে দেন, এই আন্দোলন শুধুমাত্র আর.জি.কর কাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে নয়, বরং সিবিআই-এর নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলার জন্য।

আজকে টিএমসিপি প্রতিষ্টাতা দিবসেও এই আন্দোলনের বার্তা ছিল অত্যন্ত স্পষ্ট: ছাত্রসমাজ কখনও অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করবে না। দোষীদের ফাঁসির দাবিতে এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রনেতারা।

এছাড়াও, সমগ্র রাজ্য জুড়ে টিএমসিপি-র নেতৃত্বে একের পর এক মিছিল সংগঠিত হচ্ছে, যা কেবলমাত্র আর.জি.কর কাণ্ড নয়, বরং ন্যায়বিচারের পক্ষে ছাত্রসমাজের একত্রিত রূপকে প্রদর্শন করছে।

City Today News

ghanty
monika and rishi

Leave a comment