দুর্গাপুরে তৃণমূল শ্রমিক সংগঠনের সভায় ধুন্ধুমার, হাতাহাতিতে উত্তেজনা

unitel
single balaji

দুর্গাপুর: দুর্গাপুরের বি-জোনের দেশবন্ধু ভবনে তৃণমূল শ্রমিক সংগঠনের বৈঠক ঘিরে চরম উত্তেজনা ছড়ালো। বচসা থেকে শুরু করে হাতাহাতি, এমনকি মারামারির পরিবেশ সৃষ্টি হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র কটাক্ষ করেছে বিজেপি।

অভিযোগ উঠেছে, তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য মানস অধিকারী এবং সংগঠনের নেতা অমর শংকর দাসের নেতৃত্বে দুর্গাপুর ইস্পাত কারখানা মজদুর ইউনিয়নের নামে বোনাস সংক্রান্ত বৈঠক ডাকা হয়। কিন্তু সেখানে প্রকৃত স্থায়ী শ্রমিকদের না ডেকে, বহিরাগত এবং কিছু বাউন্সার এনে সভা করা হচ্ছিল।

অ্যাসিস্টেন্ট সাধারণ সম্পাদক স্নেহাশিস ঘোষের অভিযোগ,

“নিজস্ব ভবন থাকা সত্ত্বেও দেশবন্ধু ভবনে বহিরাগতদের নিয়ে এই বৈঠক হচ্ছে। আমরা প্রশ্ন তুলতেই উত্তেজনা ছড়ায়। আমাদের কর্মীদের প্রতিবাদকে চেপে দেওয়ার চেষ্টা হয়েছে। যারা তৃণমূল শ্রমিক সংগঠনের নামে কলঙ্ক লাগাতে চাইছে, তাদের বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ।”

অন্যদিকে, পাল্টা সাফাই দিয়েছেন মানস অধিকারী। তাঁর দাবি,

“আমি বৈঠকে ছিলাম না। ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। আজকের সভায় স্থায়ী ও অস্থায়ী শ্রমিকরা আলাদা করে বৈঠক করেছে। দীর্ঘদিন সাধারণ সভা হয়নি, তাই এই বৈঠক ডাকা হয়েছে।”

বিজেপি নেতৃত্ব অবশ্য একচোট কটাক্ষ করেছেন। তাঁদের বক্তব্য,

“তৃণমূলের আসল কালচার এটাই। নিজেদের মধ্যেই ভাগবাটোয়ারা আর ঝামেলা। বাংলার মানুষ এসব দেখছে। তৃণমূলের বিদায় এখন সময়ের অপেক্ষা।”

🔹 সূত্রে জানা গেছে, বৈঠক চলাকালীন কিছুক্ষণের জন্য দেশবন্ধু ভবনের সামনে ব্যাপক বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়। পুলিশও পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করে।

ghanty

Leave a comment