দুর্গাপুর। বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষা ও বাঙালি সম্প্রদায়ের উপর একের পর এক অত্যাচারের অভিযোগ উঠছে। এরই প্রতিবাদে সোমবার সন্ধ্যায় দুর্গাপুরের ৩২ নম্বর ওয়ার্ডের পায়লা গ্রামে ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশাল প্রতিবাদ মিছিল সংগঠিত হয়।
এই মিছিলে নেতৃত্ব দেন ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি উজ্জ্বল মুখার্জী। উপস্থিত ছিলেন শতাধিক তৃণমূল কর্মী-সমর্থক। হাতে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে তারা স্লোগান দেন— “বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে”, “বিজেপির নির্যাতন আর সহ্য নয়।”
স্থানীয় নেতৃত্বের অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের মাতৃভাষা বাংলাকে হেয় করার চেষ্টা চলছে। শুধু ভাষাকেই নয়, বাঙালি পরিচয় ও সংস্কৃতিকে দুর্বল করার ষড়যন্ত্র চলছে বলে তাদের দাবি। তারা স্পষ্ট জানিয়ে দেন, “বাংলা ভাষার অসম্মান কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”
মিছিলে প্রচুর মহিলা ও যুবক-যুবতী অংশগ্রহণ করেন। স্থানীয় সাধারণ মানুষও এদিন রাস্তায় নেমে তৃণমূলের এই প্রতিবাদকে সমর্থন জানান। কর্মীদের বক্তব্য, বাংলা ভাষা শুধু একটি ভাষা নয়, এটি একটি সংস্কৃতির প্রতীক, আমাদের আত্মপরিচয়ের গৌরব। তাই এর মর্যাদা রক্ষা করতে রাস্তায় নামতে বাধ্য হচ্ছি।
সভায় শেষ ভাষণে তৃণমূল নেতৃত্ব হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি বাংলার ভাষা ও বাঙালির অস্তিত্বের উপর আক্রমণ চলতেই থাকে, তাহলে শুধু দুর্গাপুর নয়, সারা রাজ্যে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।












