আসানসোল ক্লাবে তৃণমূল লিগ্যাল সেলের ‘বিজয় সম্মেলন’, ২০২৬ ভোটের কৌশল স্থির

single balaji

আসানসোল।
পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল লিগ্যাল সেল কংগ্রেসের উদ্যোগে রবিবার আসানসোল ক্লাব-এ এক জাঁকজমকপূর্ণ ‘বিজয় সম্মেলন’ অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে জেলা ও শহরের লিগ্যাল সেলের বহু সদস্য, আইনজীবী এবং তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘোষ, বরো চেয়ারম্যান রাজেশ তিওয়ারি, বাণী মণ্ডল, সহ তৃণমূলের একাধিক বিশিষ্ট নেতা-কর্মী।

এই বিজয় সম্মেলনে মূলত ২০২৬ সালের বিধানসভা নির্বাচন ও SIR (Social Impact & Reform) বিষয় নিয়ে বিশেষ আলোচনা হয়। ভবিষ্যতের রাজনৈতিক ও প্রশাসনিক চ্যালেঞ্জের মুখে কিভাবে সংগঠনকে আরও শক্তিশালী করা যায়, সে দিকেই জোর দেওয়া হয়।

সভায় বক্তারা জানান, আগামী দিনে বিরোধীদের আইনগত ফাঁদ ও বিভ্রান্তির রাজনীতি মোকাবিলায় তৃণমূল লিগ্যাল সেল হবে দলের “ঢাল ও তলোয়ার”। পাশাপাশি, সাধারণ মানুষের আইনি সহায়তা পৌঁছে দিতে আরও লিগ্যাল হেল্প সেন্টার খোলার পরিকল্পনার কথাও ঘোষণা করা হয়।

ডেপুটি মেয়র অভিজিৎ ঘোষ বলেন, “তৃণমূল কংগ্রেস শুধু রাজনীতি নয়, ন্যায় ও জনগণের অধিকারের লড়াইয়ে বিশ্বাসী। ২০২৬ সালের লড়াই শুধু ব্যালটের নয়, আইনের ক্ষেত্রেও হবে – আর সেখানেই আমরা প্রস্তুত।”

অনুষ্ঠানের শেষে লিগ্যাল সেল সদস্যদের হাতে সন্মাননা প্রদান করা হয় এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু করা হয়।

ghanty

Leave a comment