• nagaland state lotteries dear

১৮টি স্কুলের ১৩০ কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা দিল তৃণমূল কংগ্রেস

সালানপুর ও চিত্তরঞ্জন তৃণমূল কংগ্রেস ব্লকের যৌথ উদ্যোগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ১৩০ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হলো। এই কৃতীদের মধ্যে এলাকার ১৮টি স্কুল থেকে নির্বাচিত ছাত্রছাত্রীদের হাতে সম্মাননাপত্র, ফুলের তোড়া ও উপহার তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক ও আসানসোল পৌরনিগমের মেয়র শ্রী বিধান উপাধ্যায়। তিনি জানান, “এই সংবর্ধনার উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ ও উৎসাহ বাড়ানো।”

🎓 ভবিষ্যতের পথ দেখালো আজকের মঞ্চ

ছাত্রছাত্রীদের পাশাপাশি তাঁদের অভিভাবক ও শিক্ষকরা এই সম্মানে আপ্লুত। অনুষ্ঠানে ছাত্রদের মুখে ভবিষ্যতের স্বপ্ন ফুটে ওঠে— কেউ চায় ডাক্তার হতে, কেউ প্রশাসনিক অফিসার।

🌱 শিক্ষাক্ষেত্রে তৃণমূলের দৃঢ় অবস্থান

বিধায়ক জানান, এই ধরনের অনুপ্রেরণামূলক অনুষ্ঠান ভবিষ্যতেও চলবে, এবং সম্ভাব্যভাবে উচ্চশিক্ষার ছাত্রছাত্রীদের জন্য বিশেষ স্কলারশিপ প্রকল্প আনার কথাও ভাবা হচ্ছে।

“আমরা চাই প্রতিটি ছাত্র নিজেকে প্রমাণ করুক, শিক্ষা হোক তাঁদের ঢাল ও তরবারি।” — বিধান উপাধ্যায়

ghanty

Leave a comment