আসানসোল শিল্পাঞ্চল:
SAIL আইএসপি বার্নপুর স্টিল প্ল্যান্টে তথাকথিত “সিন্ডিকেট রাজ” অভিযোগ ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তীব্র তরঙ্গ উঠেছে। কিছুদিন আগে বিজেপি নেতা ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ত্রিবেণী মোড়ে সভা করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সিন্ডিকেট রাজের অভিযোগ তোলেন।
এরই জবাবে রবিবার একই জায়গায় পাল্টা সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। সভায় পশ্চিমবঙ্গ সরকারের আইন ও শ্রম দফতরের মন্ত্রী মালয় ঘটক বিজেপিকে কড়া আক্রমণ করে বলেন, “কিছুদিন আগে শুভেন্দু অধিকারী এখানে সভা করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। আমরা এর তীব্র প্রতিবাদ করছি।”
মন্ত্রী মালয় ঘটক স্পষ্ট জানিয়ে দেন যে সেল আইএসপিতে কোনও কাজ দেওয়ার ক্ষেত্রে কেন্দ্র সরকারের পোর্টালের মাধ্যমে সরাসরি বরাদ্দ হয়। তাই সিন্ডিকেট রাজের প্রশ্নই ওঠে না। তিনি বিজেপির বিরুদ্ধে “জনগণকে ভুল পথে চালিত করা ও বিভ্রান্তি ছড়ানোর” অভিযোগ তোলেন।
পাল্টা সভায় তৃণমূল নেতা অশোক রুদ্র, বহু কাউন্সিলর ও মেয়র পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন। তাঁরা জানান, বিজেপি ভোটের রাজনীতি করতে মিথ্যা অভিযোগ তুলছে, অথচ বাস্তবে প্রতিটি কাজ স্বচ্ছতার সঙ্গে পোর্টালের মাধ্যমে সম্পন্ন হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পাল্টা সভায় শতাধিক তৃণমূল কর্মী–সমর্থক ও সাধারণ মানুষ ভিড় করেন। সভা থেকে বার্তা দেওয়া হয় যে বিজেপির উদ্দেশ্য শুধু “অভিযোগের রাজনীতি” নয়, বরং উন্নয়ন থামানো।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বার্নপুর এখন বিজেপি বনাম তৃণমূলের নতুন হটস্পট। এই বিতর্ক শিল্পাঞ্চলের ভবিষ্যৎ রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে।