কুলটি বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস আগামী নির্বাচনের প্রস্তুতি জোরদার করতে শুরু করেছে। রবিবার কুলটির নিয়ামতপুর আগরওয়াল ভবনে (অগ্রসেন ভবন) আয়োজিত হয় এক বিশেষ বি.এল.এ (Booth Level Agent) প্রশিক্ষণ শিবির, যেখানে কুলটি বিধানসভার ২৮টি ওয়ার্ডের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রতিটি জেলায় তৃণমূল কংগ্রেসের তরফে বি.এল.এ প্রতিনিধিদের জন্য প্রশিক্ষণ শিবির চলছে। এরই ধারাবাহিকতায় কুলটির নিয়ামতপুরে আয়োজিত এই শিবিরে সংগঠনের দৃঢ়তা ও নির্বাচন প্রস্তুতির রূপরেখা নির্ধারণ করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, তৃণমূল নেতা উজ্জ্বল চট্টোপাধ্যায়, কুলটি ব্লকের দুই সভাপতি বাদল পুইতাণ্ডি ও কাঞ্চন রায়, আসানসোল পুরনিগমের এম.এম.আই.সি. ইন্দ্রাণী মিশ্র, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল নেতা সুভ্রত সিনহা ও বিমান দত্ত সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি।
মন্ত্রী মলয় ঘটক বলেন —
“২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে প্রতিটি বুথই আমাদের শক্তির কেন্দ্র। বি.এল.এ কর্মীরা আমাদের দলের মেরুদণ্ড, তাঁদের প্রশিক্ষণই সংগঠনের সাফল্যের ভিত্তি তৈরি করবে।”
শিবিরে বক্তারা বুথ ব্যবস্থাপনা, ভোটার যোগাযোগ, সরকারি প্রকল্প প্রচার এবং বিরোধীদের বিভ্রান্তিমূলক প্রচারের বিরুদ্ধে লড়াইয়ের কৌশল সম্পর্কেও আলোচনা করেন।
কর্মসূচিতে নতুন ও তরুণ কর্মীদের উপস্থিতি নজরকাড়া ছিল। ‘মমতা দিদি জিন্দাবাদ’ স্লোগানে গোটা হল প্রকম্পিত হয়ে ওঠে। প্রশিক্ষণ শেষে কর্মীদের হাতে সচেতনতামূলক পুস্তিকা ও দলে নির্ধারিত নির্দেশিকা তুলে দেওয়া হয়।

















