নিজস্ব সংবাদদাতা : রানীগঞ্জ মারওয়ারি যুব মঞ্চের রানীগঞ্জ শাখার উদ্যোগে সারাফ ভবনে জাঁকজমক সহকারে উদযাপন করা হলো দেবী শক্তির তিজ উৎসব। এই উপলক্ষে মোট ১৫০ জন নারী ও শিশু এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রঙিন প্রোগ্রাম, র্যাম্প ওয়াক, নৃত্য, নাটক ও গেমসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সূচনা হয় গণেশ বন্দনা ও স্বাগত গানের মাধ্যমে। এই উপলক্ষে মিনু কিয়াল, ভাবনা খেমকা, এবং বাণী খেতন বিশেষভাবে উপস্থিত ছিলেন। প্রজেক্ট চেয়ারপার্সন সুনীতা শর্মা ও জলি চোপড়া তাঁদের ভূমিকা অত্যন্ত সুন্দরভাবে পালন করেন।
মারওয়ারি যুব মঞ্চের সভাপতি প্রতীক মোর জানান যে, দেবী শক্তির চেয়ারপার্সন স্বেতি লোহিয়া ও যুগ্ম চেয়ারপার্সন দীপ্তি সারাফের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তাঁরা তা সফলভাবে পালন করেছেন। এটি ছিল দেবী শক্তির প্রথম তিজ উৎসব, যা সকলের কাছেই বেশ প্রিয় হয়ে উঠেছে। আগামী বছরও আমরা নতুন কিছু নিয়ে আসব।