দুর্গাপুর: ৭৯তম স্বাধীনতা দিবসের দিনে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সহ-সভাপতি তরুণ রায় দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে শহরের মানুষকে ভরিয়ে তুললেন দেশপ্রেমের আবেগে।
শুক্রবার সকাল ৮টায় গোপাল মঠ স্কুল ম্যানেজমেন্ট কমিটির সভাপতি হিসেবে তিনি প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন। সেখান থেকে ওয়ার্ড নং ৩৪-এর বিভিন্ন ক্লাব ও সংগঠনের সঙ্গে দলীয় কার্যালয়ে গিয়ে আবারও পতাকা উত্তোলন করেন। কর্মী-সমর্থকরা তাঁকে ফুল ও উষ্ণ অভিনন্দনে ভরিয়ে দেন।
এরপর তিনি তাঁর প্রিয় ট্যাগোর অ্যাভিনিউ বয়েজ ক্লাবে গিয়ে পতাকা উত্তোলন করেন। দয়াময় বাদ্যকর সেনার উপস্থিতিতে জাতীয় পতাকা ও উত্তরীয়কে সম্মান জানান। সেখান থেকে তিনি শহরের বস্তি এলাকা, বিকেল ইউনিয়ন এবং দুর্গাপুরের একাধিক ছোট ক্লাবে গিয়ে পতাকা উত্তোলন ও মাল্যদান করেন। অনুষ্ঠানে উপস্থিত শিশুদের হাতে কেক ও চকোলেট তুলে দিয়ে স্বাধীনতার আনন্দ ভাগ করে নেন।
পতাকা উত্তোলনের পর এক আবেগঘন ভাষণে তরুণ রায় বলেন— “আজ ভারতের প্রতিটি মানুষকে শপথ নিতে হবে যে, আম্বেদকরের সংবিধান আজ যেভাবে হুমকির মুখে রয়েছে, তাকে রক্ষা করতে হবে। মানুষের সবচেয়ে বড় অধিকার হলো ভোটাধিকার, অথচ তা থেকে অনেককে বঞ্চিত করা হচ্ছে। আমাদের এখানেই দাঁড়িয়ে এক ব্যক্তি-এক ভোটের শপথ নিতে হবে। তবেই দুষ্কৃতীরা ঢুকতে পারবে না।”
শহরের নানা প্রান্তে তাঁর এই কর্মসূচি শুধুই দেশপ্রেম নয়, বরং গণতন্ত্র ও সংবিধান রক্ষার এক দৃঢ় বার্তা হয়ে উঠেছে।