জামুরিয়া: তপসি রেলগেট নিয়ে ক্রমবর্ধমান জনদুর্ভোগের প্রতিবাদে রেল স্টেশন মাস্টারের হাতে স্মারকলিপি তুলে দিল পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ। রবিবারের এই কর্মসূচিতে স্থানীয় সিপিএম কর্মীরাও যোগ দিয়ে প্রতিবাদকে আরও জোরদার করেন।
গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তপসি রেলগেট ছিল পানডেবেস্বর থেকে ১৯ নম্বর জাতীয় সড়কের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ পথ। কিন্তু সম্প্রতি রেল কর্তৃপক্ষ লোহার ব্যারিকেড বসিয়ে সেই গেট বন্ধ করে দেওয়ায় মানুষকে কয়েকশো মিটার ঘুরে যেতে হচ্ছে। এতে স্কুল-কলেজ পড়ুয়া থেকে শুরু করে নিত্যদিনের শ্রমজীবী মানুষরা চরম সমস্যায় পড়েছেন। কেউ কেউ বাধ্য হয়ে জীবন বাজি রেখে ঝুঁকিপূর্ণভাবে রেললাইন পার হচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভারী যানবাহনের সুবিধার্থে রেলগেটের উপর ওভারব্রিজ তৈরি হলেও সাধারণ মানুষের যাতায়াতের জন্য আলাদা ওভারব্রিজ তৈরি করা হয়নি। ফলে রোজই দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসী।
আদিবাসী সংগঠনের নেতা বুধু কিস্কু জানান, “তপসি রেলগেট বহু গ্রামবাসীর যাতায়াতের একমাত্র সংযোগ পথ। অথচ রেলওয়ে কর্তৃপক্ষ মানুষের স্বার্থকে গুরুত্ব দিচ্ছে না। আমরা আজ স্টেশন মাস্টারের হাতে স্মারকলিপি দিয়েছি। দাবি মেনে নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হব।”
এদিনের কর্মসূচিতে জামুরিয়া থানার অন্তর্গত কেন্দা ফাঁড়ির পুলিশ প্রশাসন ও রেল পুলিশ উপস্থিত ছিলেন। অন্যদিকে তপসি স্টেশন মাস্টার বলেন, “অভিযোগ গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে। বিষয়টি রেলের উচ্চ কর্তৃপক্ষের কাছে জানানো হবে।”
গ্রামবাসীরা জানিয়েছেন, রেলপথ মানুষকে বিভক্ত করছে, অথচ সরকার বা রেলওয়ে কর্তৃপক্ষ জনস্বার্থে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তারা আশাবাদী যে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে তপসি অঞ্চলে বৃহত্তর গণআন্দোলন গড়ে উঠবে।