তপোবন সিটির বাসিন্দারা শুক্রবার রাতে নিরাপত্তার দাবিতে প্রতিবাদে সরব হন। সম্প্রতি, তপোবন সিটির নিকটবর্তী একটি আবাসনের ৩টি বাড়িতে একসঙ্গে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দুষ্কৃতীদের দেখা গেলেও এখনও পর্যন্ত তাদের ধরা যায়নি। বামুনারার তপোবন সিটির বাসিন্দারা এই ঘটনার পর থেকেই আতঙ্কিত। শুক্রবার রাত ৯টা থেকে নিরাপত্তা রক্ষীদের পর্যাপ্ত সংখ্যায় নিয়োগের দাবিতে প্রতিবাদ শুরু হয়।
বাসিন্দা অনুপ মিত্র অভিযোগ করেন, “প্রতিবেশী আবাসনে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে, যা এখনও সমাধান হয়নি। আমরা খুবই ভীত। নিরাপত্তা রক্ষীরা রাতে মশারি টাঙিয়ে ঘুমায়, তাহলে কীভাবে আমাদের নিরাপত্তা দেবে?” তিনি আরও জানান, “আমরা কর্তৃপক্ষকে বারবার জানিয়েছি, কিন্তু কোনও প্রতিক্রিয়া পাইনি। তাই রাত জেগে আমাদের প্রতিবাদ করতে হচ্ছে। যদি আমাদের দাবিগুলি দ্রুত পূরণ না হয়, তাহলে আমরা বড় আন্দোলনের পথে হাঁটব।”