আসানসোলে স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মবার্ষিকীতে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা

single balaji

আসানসোলের রামসায়ার ময়দানে স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় শতাধিক শিশু উত্সাহের সঙ্গে অংশগ্রহণ করল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায়, বিধায়ক তপস ব্যানার্জি, ডেপুটি মেয়র বাসিমুল হক, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি এবং অন্যান্য স্থানীয় জনপ্রতিনিধি। তারা আয়োজকদের উৎসাহ প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী মালয় ঘটক এবং পশ্চিম বর্ধমান তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

মেয়র বিধান উপাধ্যায় বিবেকানন্দ কমিটির কাজের প্রশংসা করে বলেন, “এ ধরনের প্রোগ্রাম শিশুদের প্রতিভা বিকাশে সহায়ক।”

বিধায়ক তপস ব্যানার্জি বলেন, “সবাইকে ক্রীড়ার প্রতি সচেতন হওয়া উচিত। এটি বহু রোগ থেকে মুক্তি দেবে এবং সমাজ উপকৃত হবে।”

চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি বলেন, “বুম্বা, উদয়, প্রদীপ এবং অন্যান্য কর্মীরা কঠোর পরিশ্রম করেছেন এই প্রোগ্রামটি সফল করতে।”

ডেপুটি মেয়র বাসিমুল হক বলেন, “খেলাধুলা শুধু শারীরিক স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে না, শিশুদের মোবাইল আসক্তি থেকেও দূরে রাখতে সহায়ক।”

বিবেকানন্দ কমিটির সভাপতি অশোক রায় জানান, “গত ৪৫ বছর ধরে এই ধরনের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি আয়োজিত হচ্ছে। ২০০ বছর আগে প্রতিষ্ঠিত এই ক্লাব এখনও সম্পূর্ণ ভক্তি নিয়ে পরিচালিত হচ্ছে।”

অনুষ্ঠানটি স্থানীয় সমাজে উত্সাহ এবং ইতিবাচক শক্তি ছড়িয়ে দেয়। এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো শিশুদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশ ঘটানো।

ghanty

Leave a comment