বার্নপুরে আসন্ন বুধবার রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠতে চলেছে। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বর্নপুরের সেল-আইএসপি কারখানায় গিয়ে স্মারকলিপি জমা দেবেন। এর আগে তিনি ত্রিবেণী মোড়ে এক বিশাল জনসভায় ভাষণ দেবেন বলে জানা গেছে।
ভ্রমণের সময় শুভেন্দু অধিকারী কেন্দ্র সরকারের পক্ষ থেকে বর্নপুর সেল-আইএসপি কারখানার জন্য বরাদ্দকৃত কোটি কোটি টাকার প্রকল্প ও সেই অর্থের সদ্ব্যবহার কতটা হচ্ছে, তা নিয়েও খোঁজখবর নেবেন।
এই প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলা বিজেপি সভাপতি দেবতনু ভট্টাচার্য সংবাদমাধ্যমকে জানান, “কেন্দ্র সরকার বর্নপুর সেল-আইএসপি-র উন্নয়নের জন্য প্রচুর অর্থ দিয়েছে। এর ফলে এলাকার যুবকদের কর্মসংস্থানের নতুন পথ খুলবে। রাজ্য সরকার সব সময় কেন্দ্রকে দোষারোপ করে, অথচ বাস্তব সত্য হলো কেন্দ্রও বাংলার উন্নয়নে খরচ করছে।”
তিনি আরও অভিযোগ করেন, সেল-আইএসপি-র কিছু আধিকারিক শাসক তৃণমূল নেতাদের সঙ্গে আঁতাত করে চলেছেন। ফলে কেন্দ্র থেকে পাওয়া টাকার প্রকৃত ব্যবহার কীভাবে হচ্ছে, তা জনগণের সামনে পরিষ্কার হওয়া জরুরি।
রাজনৈতিক মহলে ধারণা, শুভেন্দুর এই কর্মসূচি রাজ্যে শিল্প উন্নয়ন ও কেন্দ্র-রাজ্য টানাপোড়েনের নতুন অধ্যায় খুলে দিতে পারে। একদিকে কর্মসংস্থানের দাবি, অন্যদিকে কেন্দ্রীয় ফান্ডের ব্যবহার নিয়ে বিতর্ক—বর্নপুরের এই সফরকে ঘিরে উত্তেজনা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে।











