[metaslider id="6053"]

আসানসোলে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মজয়ন্তী পালিত, মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন

আসানসোল, শনিবার।
পশ্চিমবঙ্গের প্রখ্যাত বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্য-এর জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার আসানসোল পুরনিগমের উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আসানসোলের সুকান্ত ময়দান-এ কবির মূর্তিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানে আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন পুরনিগমের অন্যান্য আধিকারিকরাও। সকলেই একসুরে জানালেন— সুকান্তের কবিতা আজও সমাজকে অনুপ্রেরণা জোগায়, মানুষের অন্তরে সংগ্রামের আগুন জ্বালিয়ে দেয়।

অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, “সুকান্ত শুধু কবি ছিলেন না, তিনি ছিলেন সংগ্রামী চেতনার প্রতীক। তাঁর কবিতা আজও মানবতা, সমতা আর সমাজ পরিবর্তনের পথে আমাদের আলোকবর্তিকা।”

এই উপলক্ষে স্থানীয় সাহিত্যপ্রেমী ও ছাত্রছাত্রীরা কবির কবিতা আবৃত্তি করেন। “আসে আসুক নতুন সূর্য” এর মতো চিরকালীন লাইনগুলি পাঠ হলে ভিড়ের মধ্যে আবেগের ঢেউ ওঠে। সাধারণ মানুষও ভিড় জমিয়ে তাদের প্রিয় কবিকে শ্রদ্ধা জানাতে আসেন।

অনুষ্ঠানের আবহ ভরে ওঠে সাহিত্য, আবেগ আর দেশপ্রেমে। অনেকেই জানান— সুকান্ত ভট্টাচার্য আজকের প্রজন্মের জন্যও এক চিরন্তন দিশারী।

ghanty

Leave a comment