পাণ্ডবেশ্বর, পশ্চিম বর্ধমান:
পাণ্ডবেশ্বর বিধানসভার সাধারণ মানুষ এবার থেকে বাড়িতে বসেই পাবেন ন্যায্যমূল্যের তাজা শাকসবজি! মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পাণ্ডবেশ্বর ব্লকে শুভ উদ্বোধন হলো ‘সুফল বাংলা মোবাইল স্টল’-এর। এই গাড়ি প্রতিদিন মানুষের দরজায় দরজায় পৌঁছে দেবে সবজি, তাও একদম সরকারি দামে!
🎉 শুভ উদ্বোধন করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী
এই নতুন উদ্যোগের উদ্বোধন করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন—
“মাননীয়া মুখ্যমন্ত্রী কোনওদিন শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে রাজনীতি করেন না। তিনি মানুষের দরকার বোঝেন, অনুভব করেন। সেইজন্যই আজ এই সুফল বাংলা উদ্যোগ।”
🚛 ‘সুফল বাংলা’ গাড়ির কার্যপদ্ধতি:
- এই পরিষেবা পরিচালনা করবে পাণ্ডবেশ্বর কৃষি সমবায় সমিতি
- প্রতিদিন নির্ধারিত রুটে স্কুল, গ্রাম ও শহরের বিভিন্ন এলাকায় যাবে গাড়ি
- সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি হবে শাকসবজি
- বাড়ির দরজায় পৌঁছে যাবে বেগুন, টমেটো, আলু, কুমড়ো, কাঁচা লঙ্কা, পালং শাকসহ নিত্যপ্রয়োজনীয় সবজি
- ভবিষ্যতে চালু হতে পারে ফলমূল ও দুধ সরবরাহের ব্যবস্থাও
🧑🌾 স্থানীয় মানুষের প্রতিক্রিয়া:
“বয়স হলে বাজার যাওয়া কষ্টকর হয়, এখন বাড়িতেই পাব সবজি।”
“এখন বাজারে দামের ওপর ভরসা নেই, এই গাড়ি বাঁচাবে অনেক খরচ।”
“মুখ্যমন্ত্রী সত্যিই সাধারণ মানুষের কথা ভাবেন।”