আসানসোলে সুদেষ্ণা ঘটকের অনন্য উদ্যোগ, পথচারীদের হাতে বাঁধা রাখি

single balaji

আসানসোল, শনিবার:
রক্ষাবন্ধনের পবিত্র দিনে আসানসোল শহর প্রত্যক্ষ করলো এক মন ছুঁয়ে যাওয়া দৃশ্য। BNR মোড়ের রবীন্দ্র ভবনের সামনে পশ্চিমবঙ্গের মন্ত্রী মলয় ঘটকের স্ত্রী সুদেষ্ণা ঘটক মহিলাসহযোগীদের সঙ্গে নিয়ে আয়োজন করলেন এক বিশেষ রাখি উৎসব

এই উদ্যোগে পথচারী, রিকশাচালক, ড্রাইভার, এমনকি দূর-দূরান্ত থেকে আসা যাত্রীদের হাতেও বাঁধা হলো রাখি, জানানো হলো দীর্ঘায়ু, নিরাপত্তা ও সমৃদ্ধির শুভকামনা।

বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তর প্রদেশসহ বিভিন্ন রাজ্যের মানুষ এই আয়োজনে যোগ দেন।
সুধেষ্ণা ঘটক বলেন –

“রাখি শুধু ভাই-বোনের সম্পর্কের প্রতীক নয়, এটি একে অপরের প্রতি বিশ্বাস, সম্মান ও সুরক্ষার প্রতিশ্রুতির প্রতীক।”

পুরো অনুষ্ঠানস্থলে গান, হাসি আর আনন্দে ভরে ওঠে পরিবেশ। শিশু থেকে প্রবীণ—সবাই রাখি বেঁধে মিষ্টি ভাগাভাগি করে নেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, এমন আয়োজন সমাজে সম্প্রীতি, একতা ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয়।

ghanty

Leave a comment