• nagaland state lotteries dear

পুরুলিয়া থেকে চুরি হওয়া জেসিবি উদ্ধার সাঁকতোড়িয়ায়, গ্রেফতার দুই!

আসানসোল: পুরুলিয়া থেকে চুরি যাওয়া এক বিশাল জেসিবি গাড়ি উদ্ধার করল কুলটি থানার সাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশ। এই চুরির ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই চুরির সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে, যাদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।

কীভাবে উদ্ধার হল চুরি যাওয়া জেসিবি?

সূত্রের খবর, গত ৭ জানুয়ারি পুরুলিয়া জেলার হুড়া থানার ভাগাবাঁধ এলাকার বাসিন্দা রফিক আনসারির জেসিবি গাড়ি চুরি হয়ে যায়। গাড়িটি হঠাৎ উধাও হয়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন মালিক। ৮ জানুয়ারি থানায় অভিযোগ দায়েরের পর তদন্তে নামে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি), গোপন সূত্রে খবর পেয়ে, সাঁকতোড়িয়ার পূর্বাঞ্চল এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে চুরি যাওয়া জেসিবি সহ দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এছাড়া চুরি করার বেশ কিছু সরঞ্জামও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

এই চুরির পেছনে বড় চক্র!

পুলিশের অনুমান, এই চুরির সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে এবং একটি বড় চক্র সক্রিয়। অপরাধীদের ধরতে নানা জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

গাড়ি চুরি নিয়ে বাড়ছে উদ্বেগ!

জেসিবি গাড়ির মতো বড় যানবাহন চুরির ঘটনা এই প্রথম নয়! সম্প্রতি পশ্চিমবঙ্গে বড় যানবাহন চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে, যা পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পুলিশ জানিয়েছে, এই ধরনের চুরির ঘটনায় মূল পান্ডাদের ধরতে বিশেষ তদন্ত করা হবে।

ghanty

Leave a comment