নিজস্ব সংবাদদাতা,মাইথন : রবিবার মাইথনে ডিভিসি স্টাফ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বিভিন্ন প্রকল্প থেকে প্রায় ৪০টি প্রতিনিধি অংশগ্রহণ করেন। বৈঠকের সভাপতিত্ব করেন কমরেড অশোক ঘোষ। বৈঠকে আসন্ন ট্রেড ইউনিয়ন নির্বাচন, ডিভিসিকে তিন ভাগে ভাঙার বিরোধিতা, স্মার্ট মিটার, লাইসেন্স ফি, এফসিএ কলোনিতে রক্ষণাবেক্ষণ, কলোনিতে চুরি ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে সভাপতি কমরেড অশোক ঘোষ, সাধারণ সম্পাদক অনিল প্রসাদ, রাজত দত্ত, তপন কুন্ড, ইউআরএস পান্ডে, সুভাষ দুবে, রাজু মুখার্জি, নবেন্দু চক্রবর্তী, লাল মোহন পান্ডে, রামনারায়ণ রায়, বিদ্যুত কর্মকার, বাসুদেব চক্রবর্তী, অসীম মিত্র, শান্তনু দত্ত, পম্পা চন্দা প্রমুখ তাদের মতামত তুলে ধরেন।
সভাপতি কমরেড অশোক ঘোষ জানান, ডিভিসিকে তিন ভাগে বিভক্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে এসোসিয়েশনটি বিদ্যুৎ মন্ত্রী ও রাহুল গান্ধীকে চিঠি দিয়েছে। তিনি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে বিশেষ তথ্য দেন। অশোক ঘোষ বলেন, “ডিভিসি স্টাফ অ্যাসোসিয়েশন ডিভিসি বিভাজনের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবে এবং নেতৃত্বের ভূমিকায় থাকবে। এই বিষয়টি সংসদেও উত্থাপন করা হবে।”
বৈঠকে ইউনিট সভাপতি এবং প্রাক্তন বিধায়ক অরূপ চ্যাটার্জিও অংশ নেন। অরূপ চ্যাটার্জিকে রাহুল গান্ধীকে দেওয়া চিঠির একটি কপি দেওয়া হয়। মি. চ্যাটার্জি এ বিষয়ে সাহায্যের আশ্বাস দিয়েছেন।